মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আলম চৌধুরী আর নেই। বৃহস্পতিবার ১৬ নভেম্বর ভোরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি ও মরহুমের নিকটাত্মীয় মোহাম্মদ হাসান এ তথ্য জানিয়েছেন।
প্রবীণ রাজনীতিবিদ জাফর আলম চৌধুরী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। জাফর আলম চৌধুরীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিচ্ছন্ন রাজনীতিবিদ জাফর আলম চৌধুরীর নামাজে জানাজা বৃহস্পতিবার ১৬ নভেম্বর আছরের নামাজের পর টেকনাফের হোয়াইক্ষ্যং আমতলী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।