মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সরকারের উপসচিব পদে পদোন্নতি লাভ করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজস্ব) জাহিদ ইকবাল (১৬৬৪৮)। শনিবার ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাহিদ ইকবাল সহ বিসিএস বিভিন্ন ক্যাডারের ২৩১ জন কর্মকর্তাকে সরকারের উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

২৯ তম বিসিএস (প্রশাসন) ক্যাডরের কর্মকর্তা জাহিদ ইকবাল চট্টগ্রামের হাজী মোহাম্মদ মোহসীন কলেজ থেকে এইসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয় নিয়ে বিবিএ (অনার্স) এবং এমবিএ করেন। তিনি চাকুরী জীবনের শুরুতে সাউথইস্ট ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। এরপর বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার, এসি (ল্যান্ড), উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ পাবলিক এডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের প্রকল্প পরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব এবং কক্সবাজার জেলা প্রশাসনে এডিসি (সাধারণ) হিসাবেও দায়িত্ব পালন করেছেন। জাহিদ ইকবাল চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।