শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

কক্সবাজারের কুতুবদিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে পপি আকতার (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচ-টায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। সে আবু বক্করের মেয়ে।

ওই ছাত্রীর পিতা জানান, মেয়ের সঙ্গে তাদের কোনও মনোমালিন্য ছিল না। স্বাভাবিকভাবে মঙ্গলবার খাওয়া-দাওয়া করেছিল। বাড়ির বাইরে তাঁর স্ত্রী মিনু আরা কাজ করছিলেন এর ফাঁকে সে আত্মহত্যা করেছে। পরে, ঝুলন্ত অবস্থায় ছোট মেয়ে মরদেহ দেখতে পায়। কি কারণে আত্মহত্যা করেছে তিনি জানেন না।

কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল জানান, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় ঘরের বিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে পপি আক্তার। ওই শিক্ষার্থী কী কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এখনো সেটা জানা যায়নি।

আত্মহত্যার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।