দেলওয়ার হোসাইন ,পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় টইটং এডুকেশন ফাউন্ডেশন ( টেফ) মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

টইটং এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত এবারের ১১ তম মেধাবৃত্তি পরীক্ষায় কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শত ৪৮জন শিক্ষার্থী অংশ নেন।

এসময় বৃত্তি পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন টইটং এডুকেশন ফাউন্ডেশ (টেফ) এর সভাপতি লায়ন মোঃ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক আবু বক্কর, টইটং এডুকেশন ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক জয়নাল আবেদীন, রাজাখালী ফৈজুন্নিছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, টইটং এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার ফরিদ আহমদ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস এম শাহাদাত হোসেন, টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের রেক্টর মাওলানা মাহমুদুল্লাহ ফিরোজ, সমন্বয়ক আবদুল মাবুদ ,আবদুল মজিদ সাংবাদিক এফ এম সুমন ও সাংবাদিক দেলওয়ার হোসাইন প্রমুখ।

দু’টি কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ও টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিব উল্লাহ।

পরিদর্শনকালে বৃত্তি সংশ্লিষ্টরা বলেন, মানসম্মত জাতি গঠনে টেফ মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে সহায়ক ভুমিকা রাখবে। তারা এই বৃত্তি পরীক্ষা অব্যাহত রাখবেন বলে জানান।

এসময় টইটং এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এদিকে স্বল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টেফ মেধা বৃত্তি কর্তৃপক্ষ ।