একাদশ জাতীয় সংসদের আজ শেষ অধিবেশন সম্পন্ন হলো। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির সমাপনী ঘোষণা পাঠের মধ্য দিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি টানেন। এর আগে সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

এদিকে অধিবেশন শেষে দেখা যায় অন্য এক দৃশ্য। সমাপনী বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আসন ছেড়ে উঠবে এমন সময় একে একে তার পা ছুঁয়ে সালাম করতে শুরু করেন সংসদ সদস্যরা। কে কার আগে সালাম করবেন এ নিয়ে জটলা বেঁধে যায়। তবে অনেক সিনিয়র নেতা সালাম করতে গেলে প্রধানমন্ত্রী নিজেই তাদের নিবৃত করেন। এসময় মন্ত্রীত্ব হারানো ডা. মুরাদকেও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীকে আজ সংসদ সদস্যের সঙ্গে আজ বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। তবে হঠাৎ করেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার হিড়িক শুরু হয়ে যায়। সেলফি তোলার শুরুটা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে একে একে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আরো কয়েকজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনো কাদের মনোনয়ন দেওয়া হবে তা নিশ্চিত করেনি আওয়ামী লীগ। আসন্ন সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্যদের অনেকেই মনোনয়ন পাবেন না বলে ইতোমধ্যেই গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে। এই সংসদই হতে পারে তাদের জন্য শেষ সংসদ। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে পুনরায় কে আবার এই সংসদে ফিরতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়। ফলে কুশল বিনিময়ের পাশাপাশি বিদায়ের পর্বটাও সেড়ে ফেলেতে দেখা গেছে অনেক সংসদ সদস্যকে।