মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপমের একমাত্র সন্তান অংকুর দাশ আর নেই। বৃহস্পতিবার ২ নভেম্বর সকালে অংকুর দাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বাপপী শর্মা এ তথ্য জানিয়েছেন।
চতুর্থ শ্রেণির ছাত্র, অত্যন্ত মেধাবী অংকুর দাশ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
পূজা উদযাপন পরিষদের শোক প্রকাশ :
অংকুর দাশ এর অকাল প্রয়াণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বাপপী শর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পরিষদের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
সিবিএন পরিবারের শোক:
সাংবাদিক বলরাম পুত্র অংকুর দাশ এর অকাল প্রয়াণে কক্সবাজার নিউজ (সিবিএন) পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
