শেফাইল উদ্দিন:

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী উল্টাখালী ফকিরের কবর বাজারে প্রকাশ্যে চলছে জমজমাট জুয়ার । এ জুয়াড়ি চক্রের কবলে পড়ে এলাকার যুব সমাজ মাদক, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে। কথিত সরকারী দলের নেতা ও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এ জুয়ার আসর চলছে বলে জানান স্থানীয়রা।

জানা যায়,ভারুয়াখালী উল্টাখালী ফকিরের কবর বাজার এলাকার মোক্তার সওদাগরের দোকানের পিছনে সাইফুল ইসলাম শাদুর বাড়ির আঙ্গিনায় দীর্ঘদিন ধরে চলছে প্রকাশ্যে জমজমাট জুয়ার আসর ।এলাকার চিহ্নিত অপরাধী,মাদক ব্যবসায়ীরা এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। এলাকার সরকার দলীয় এক নেতা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এ জুয়ার আসর চালাচ্ছে বলে জানান এলাকার লোকজন। স্থানীয় ব্যবসায়ী জসিম, শাহজাহান, ওমর আলী সহ অনেকে জানান ,জুয়ার আসরে যারা নেতৃত্ব দিচ্ছে এরা দীর্ঘদিন এলাকার ইয়াবা ব্যবসা, ছিনতাই,ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। অভিযোগ উঠা সাইফুল ইসলাম শাদুর সাথে মোবাইল যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

স্থানীয় মেম্বার ফজলুল হক বলেন, একদল জুয়াড়িদের আস্তানা ইতিপূর্বে পরিষদের পক্ষ থেকে পুড়িয়ে দেওয়া হয়েছিলো। তারা পূণরায় জুয়ার আসর বসিয়েছে কিনা জানিনা। তবে ফকিরের কবর বাজারে নিয়মিত জুয়ার আসর বসে বলে লোকমুখে শুনেছি। এটি ইউনিয়ন পরিষদের মিটিংয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী পদক্ষেপ নেওয়ার চেষ্টা থাকবে।

ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, উলটাখালী ফকিরের কবর বাজারে পূনরায় জুয়ার আসর বসিয়েছে এমন খবর শুনেছি। ইতিপূর্বে তাদেরকে সতর্ক করা হয়েছিলো। আবারো প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামানের সাথে এ বিষয়ে কথা হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।