আবদুল মালেক সিকদার, রামু:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক চৌধুরী।
সোমবার (২৫ সেপ্টেম্বর) যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল। কিন্তু কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নুরুল হক চৌধুরীকে রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ঘোষণা দেন নির্বাচনের ব্যবস্থাপনা কমিটি ।
নুরুল হক চৌধুরী রামু উপজেলা ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার চৌধুরী পরিবারের মরহুম সুলতান আহমদ চৌধুরীর ছেলে।
একইভাবে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিধ্বনিতায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আলম।এছাড়া সদস্য পদে সাখাওয়াত হোসেন, শংকর শর্মা, মো: ইসমাইল, মহিবুল্লাহ চৌধুরী (জিল্লু),মো: ফিরোজ মিয়া, মুর্শিদা ইউনুস রানা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।