নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সদর উপজেলাব্যাপি উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্য চলছে নানা প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতি ভূষণ সেন মিলনায়তনে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সকল কমকর্তা, সদস্য, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারন সম্পাদক এবং সদর উপজেলার আওতাধীন ইউনিয়নের সকল প্রতিমা ও ঘট পূজা মন্ডপের সভাপতি-সাধারন সম্পাদককে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট বাপপী শর্মা ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম। উল্লেখ্য-এবার সদর উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৮টি প্রতিমা এবং ১১টি ঘট পূজাসহ মোট ২৯টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।