শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দক্ষিণ ধূরুং ও বড়ঘোপ ইউনিয়নের পৃথক স্থানে শিশুদের এমন মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলো, দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া আবছারের ছেলে আব্দুল মোকাররম (৭) এবং বিকেল ৩টার দিকে দক্ষিন ধুরুং ইউনিয়নের জুলেকা বিবি পাড়ার মো. ইকবালের মেয়ে জান্নাতু বকেয়া (৪) ও সন্ধ্যা ৬টায় বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনীর ছোটনের মেয়ে তাবাসসুম (১৫ মাস)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আব্দুল মোকাররম ও জান্নাতুল বকেয়া পৃথক পৃথক স্থানে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সামনে পুকুরে পানিতে ডুবে যায়।
পরে, স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।