শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব আন্জুমান আরা।
জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরুষ্কার প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অধীনে হেল্থ সিষ্টেম স্ট্রেন্থেনিং কার্যক্রমের আওতায় নির্বাচিত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার উপর ফিজিক্যাল এসেসমেন্টের অংশ হিসেবে হাসপাতালটি পরিদর্শনে আসেন।
এসময় পরিদর্শন টিমে সিষ্টেম এনালিষ্ট হুমায়ুন কবির সিকদার, এসিসটেন্ট চীফ(এমআইএস) ডা: আদনান খান, এসিসটেন্ট প্রগ্রামার মাহফুজুর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মহিউদ্দিন মাজেদ চৌধুরী, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম,আবাসিক মেডিকেল অফিসার ডা: রেজাউল হাসান,পেকুয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার, কুতুবদিয়া থানার তদন্ত ওসি কানন সরকারসহ চিকিৎসক,নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।