আবদুল মালেক,রামু:
কক্সবাজারের রামুতে সীমান্তে চোরাচালান বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ শনিবার সকাল ১১ ঘটিকায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা নির্বাহী কর্মকর্তা শাহীন ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদ মায়ানমারের সীমান্তবর্তী না হলেও পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার মধ্য দিয়ে মাদক ও চোরাচালান প্রবেশ করছে।জনপ্রতিনিধিরাও জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্হা গ্রহণ করা হবে।যারা চোরাচালান ও মাদকদ্রব্যের সাথে জড়িত থাকবে তাদের হাত যতই শক্তিশালী হোকনা কেন তাদেরকে কোন ছাড় দেয়া হবেনা।চোরাচালান বন্ধ না হলে আগামী বছর হতে গর্জনিয়া বাজার ইজারা দেয়া বন্ধ করে দেওয়া হবে বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।ডুলাহাজারা কলেজের প্রভাষক পরীক্ষিত বড়ুয়া টুটুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাঈল মোহাম্মদ নোমান,গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল,রামু থানার নবাগত অফিসার ইনচার্জ তদন্ত নাজমুল হুদা, নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন আবদুল লতিফ,রামু ভেটেনারী সার্জন ডা.আবদুল কাদের রবিন,গর্জনিয়া পুলিশফাড়ি ইনচার্জ সাইফুল ইসলাম,গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার জাহান চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব উপদেষ্টা মাঈনুদ্দীন খালেদ,গর্জনিয়া ফয়জুল উলুম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আইয়ুব,ইউপি সদস্য মোহাম্মদ ইউনুছসহ স্থানীয় গণমাধ্যমকর্মী,ইউপি সদস্যবৃন্দ,স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসক শাহীন ইমরান কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে তাল গাছের চারা রোপন করেন।