অনলাইন ডেস্ক:

ঢাকা, বাংলাদেশ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আগামী রোববার নিউইয়র্কের পথে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মোমেন বলেন, আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য আয়োজিত এক সংবর্ধনায় প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি আগামী ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের বিতর্ক পর্বে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন।

নিউইয়র্কে অবস্থানকালে সাধারণ পরিষদের সভার পাশাপাশি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবসহ কয়েকটি বিষয়ে পৃথক অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী হাসিনা সাধারণ পরিষদের সভার পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন সম্মিলিত হতে পারেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডন হয়ে প্রধানমন্ত্রীর আগামী ৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বলে কূটনীতিকেরা জানান।”