শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আরিফুল ইসলাম।উপজেলার মধ্যে প্রথমবারের মতো আউশ মৌসুমে বড়ঘোপ স্টিমারঘাট ব্লকে সাড়ে ১২ কানি,লেমশীখালী দরবার ঘাট ব্লকে ৮ কানি মোট সাড়ে ২০ কানি জমিতে ব্রি-৭৫ ধান রোপনে আশার আলো জ্বেলেছে এ উদ্যোক্তার চোখে। বিস্তীর্ণ মাঠজুড়ে ঘন সবুজের সমারোহ। বাতাসে ব্রি-৭৫ ধানের সবুজ ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সবুজ পাতা ও কাঁচা শীষে নতুন স্বপ্নের ঝিলিক এ উদ্যোক্তার মনে। পুরো দমে ধানের শীষে দুধ-দানা গঠন শুরু হয়েছে। কিছু কিছু ধান ক্ষেতে সোনালী রঙ ধরেছে। আগাম এ নতুন জাতের ধান ফলনে হাসি ফুটেছে তাঁর মুখে।

এদিকে,পোকামাকড়ের বালাই নেই আর সুগন্ধি জাতের এ ধান অসময়ে ফলনের কারণে উপজেলার অনেক কৃষকদের মধ্যে এ ব্রি-৭৫ চাষের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

আরিফুল ইসলাম দৈনিক যায়যায়দিন জানান, কুতুবদিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক জাহিদুল ইসলাম কাইছারের পরর্মশ ও সহযোগীতায় প্রথম ব্রি-৭৫ ধান চাষের উদ্যােগ গ্রহণ করেছেন তিনি এবং চাষের নিয়ম কানুন জেনে নেন। কম সময়ে ফলন এবং কম খরচে এই নতুন জাতের ধান রোপণে ভালো ফলন হওয়ায় সফলতা মুখ দেখছেন তিনি।

এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক জাহিদুল ইসলাম কাইছার জানান, কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। সাড়ে ২১ কানি জমিতে ব্রি-৭৫ ধান রোপণ করেছেন আমার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আরিফুল ইসলাম। শুরু থেকে পরর্মশ ও সহযোগিতা করেছি এ সফলতা অর্জনে খুবই আনন্দিত তিনি।

ব্রি-৭৫ জাতের ধানের সাফল্যের খবর পেয়ে পরিদর্শনে যান উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, এবছর উপজেলায় সাড়ে ২০ কানি জমিতে ব্রি-৭৫ জাতের ধান আবাদ করেছে আরিফুল ইসলাম নামে এক কৃষক। এ ধানের চাল মাঝারী চিকন এবং সামান্য সুগন্ধি। তবে রান্নার পর ভাত হতে বেশ সুগন্ধি ছড়ায়। এ কারণে চালের ব্যাপক চাহিদা রয়েছে। প্রথম বারের মতো ব্রি-৭৫ ধান চাষে নতুন জাত হিসেবেও ভালো সাফল হয়েছে তিনি। হেক্টর প্রতি সাড়ে ৪টন হতে ৫টন পর্যন্ত ফলন পাওয়া যাবে। এই ধানের আয়ুষ্কাল কম হওয়ায়, ধান কেটে দ্রুত তেলজাতীয় ফসলের আবাদ করতে পারেন। বর্তমানে কৃষকদের মাঝে ব্যাপক চাহিদা থাকায় আগামীতে উপজেলায় এই জাতের ধানের চাষ বাড়বে বলে আশা করেন তিনি ।