সিবিএন ডেস্ক:
সুমধুর তেলাওয়াত ও মনোমুগ্ধকর সুরে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরাআন প্রতিযোগিতা-২০২৩ এ বাংলাদেশের মান সমুন্নত রেখেছে পর্যটন নগরী কক্সবাজারের ক্ষুদে কারি মুশফিক। সে ইসলামিক ও জাগতিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা যুগোপযোগী প্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাস মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের হাতে গড়া শিক্ষার্থী।
সম্প্রতি সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মক্কায় ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে বিশ্বের ১১৭টি দেশ থেকে ১৬৬ প্রতিযোগী অংশ নেয়। একের পর এক কঠিন ধাপ অতিক্রম করে ফাইনাল রাউন্ডের চতুর্থ স্থানে জায়গা করে নেয় এই ক্ষুদে কারি মুশফিক। পুরস্কার হিসেবে সে পেয়েছে এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল যা বাংলা টাকায় প্রায় ৩৫ লাখ আট হাজার ৩৮৬ টাকা। একইসাথে মক্কার ডেপুটি গভর্নরের কাছ থেকে গ্রহণ করেছে বিশ্বজয়ের সম্মাননা পদক। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এমন কৃতিত্বে পর্যটন নগরী কক্সবাজারে চলছে আনন্দ উল্লাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে অভিবাদন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে মা’হাদ আন-নিবরাস প্রতিষ্ঠার পর থেকে দেশব্যাপী অসংখ্য জাতীয় প্রতিযোগিতায় সাফল্যের অন্তিম সাক্ষর রাখছে। দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল Channel24 ও NEWS24 কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন
প্রতিযোগিতায় যথাক্রমে চ্যাম্পিয়ন, রানারআপ এবং কক্সবাজার জেলা হুফফাজুল কুরআন সংস্থা কর্তৃক আয়োজিত জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার ১ম স্থান অর্জন করেছে। উল্লেখ্য যে, গতবছর বেফাকের অধীনে অনুষ্ঠিত ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশে ১ম স্থান ও ২য় স্থান অধিকার করার গৌরব অর্জন করে। এছাড়াও আরবি, বাংলা ও ইংরেজি সাহিত্যের জেলাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। একইসাথে প্রতিবছর অসংখ্য হাফেজ সফলতার সাথে শবিনাখতম শেষ করে উক্ত প্রতিষ্ঠান দস্তারে ফজিলত গ্রহণ করেছে।
জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এমন অর্জনে মা’হাদ আন-নিবরাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সচেতন মহল।
