সিবিএন ডেস্ক:
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। শুক্রবার (১৪ জুলাই) বিকালে বৃষ্টি মাথায় নিয়েই পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় একাত্তর চত্বরে সমাবেশ করে দলটি।

দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, “সরকার গত ১৫ বছরে গুম, খুন, হামলা, মামলা করে ক্লান্ত হয়ে গেছে। তারা দেখেছে তবু বাংলার মানুষের কণ্ঠ রোধ করা যায়নি। উন্নয়নের মিথ্যা প্রচারণা চালিয়েও তারা চুরি, ডাকাতি, লুটপাটের কলঙ্ক ঢাকতে পারেনি। ঝামেলা হলে দেশ থেকে পালানোর যে আয়োজন তারা করেছিল সেটাও বন্ধ হয়ে গেছে। বিদেশের মাটিতে মউজ-মাস্তি করতে গিয়ে এখন সেখানে তাদের নেতারা গণ-ধোলাই খাচ্ছে। যে সকল পুলিশ অফিসার গুম-খুনের নেতৃত্ব দিয়েছিল তারা এখন ‘ইয়া নফসি, ইয়া নফসি’ করছে।”

তিনি উল্লেখ করেন, ৬০০ টাকার কাঁচা মরিচের ঝাল, ১৮০ টাকা কেজির চিনি, তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, দেশের রিজার্ভ শূন্য করে দেওয়ার ক্ষোভে মানুষ আজ ফুঁসে উঠেছে। এই দেশের মালিক ও গৃহস্থ সাধারণ জনগণ আজ চরম বিক্ষুব্ধ। চোর-ডাকাতদের সুদিন শেষ, এবার জনগণের গণঅভ্যুত্থানের ‘একদিন’ আসন্ন। তিনি জনগণকে ‘আওয়ামী লীগের শেষ দিন, জনগণের একদিন’-এর জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘স্বাধীনতা অর্জনের ৫২ বছরে বাংলাদেশ আজ সত্যিকারের যুগসন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের আগামীর বাস্তবতা উপলব্ধি করতে না পারলে বাংলাদেশ পথ হারাবে এবং ব্রিটিশ আমলের মতো পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে।’

দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার হিসেবে ৯০ দিনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এক ধরনের ‘রাজনৈতিক সমঝোতা’ তৈরি হয়েছিল। দুঃখজনক হলো সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রেখে সেই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বাতিল করবার মধ্য দিয়ে সরকার তার নির্বাচনি ম্যান্ডেট ও শপথ ভঙ্গ করেছে।’

আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।