নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের ঘরে ঘরে রজনীগন্ধা, গাদা ও গোলাপ। এসব ফুল দিয়ে আবদুল্লাহ আল মামুন রিয়াদের জন্য মালা গাঁথছেন মা-বোনেরা। আগামী ১২ই জুন সেই বিজয়ের মালা পরানো হবে তরুণ সমাজসেবক রিয়াদকে।
শনিবার প্রচারণার শেষ দিনে চমক দেখালেন রিয়াদ। বিকালে তাঁর পাঞ্জাবি মার্কার সমর্থনে ছুটে আসে হাজার হাজার মানুষ। এসময় সবাই পাঞ্জাবি মার্কার প্রতি অভূতপূর্ব সমর্থন জানান। পরে একটি বিশাল মিছিল পেশকার পাড়া, জামাই পাড়া, ফুলবাগ, আছিমং পেশকার পাড়া, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, সিকদার মহল, টেকপাড়া বড় পুকুর রোড, মসজিদ রোড, বায়তুশ শরফ রোড, জনতা সড়ক, হাঙর পাড়া, প্রাইমারি স্কুল রোড ও বড় পুকুর রোড পদক্ষিণ করে। মিছিলে পাঞ্জাবি মার্কার রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে স্লোগানে মুখরিত করে তোলে অলিগলি। একজন নিরাপদ, শিক্ষিত, শান্ত, সৎ ও যোগ্য জনপ্রতিনিধি হিসেবে রিয়াদের কোন বিকল্প নেই বলে জানালেন ভোটাররা। বিজয়ের এমন আগাম আভাসে বেশ উচ্ছ্বসিত তার কর্মী-সমর্থকরা।
তরুণ সমাজ সেবক আবদুল্লাহ আল মামুন রিয়াদ জানালেন, ভোটারদের আস্থা ও ভালবাস তাঁর সাথে আছে। এই অনুপ্রেরণা তাঁকে নিয়ে যাবে বিজয়ের পথে। নির্বাচিত হলে অবহেলিত ৪নং ওয়ার্ডকে সবার পরামর্শ নিয়ে ঢেলে সাজানো হবে।
ইতোমধ্যে ৪নং ওয়ার্ডের ৯৫ শতাংশ ভোটারদের মন জয় করেছেন সবার প্রিয় রিয়াদ। তাই সবাই পাঞ্জাবি মার্কার চূড়ান্ত বিজয়ের জন্য অপেক্ষা করছে।
