নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন অবহেলিত ছিল কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের বৃহত্তর টেকপাড়াবাসী। এখানকার মানুষ পদে হয়েছেন হয়রানী ও লাঞ্চিত। বঞ্চিত হয়েছেন কাঙ্খিত নাগরিক সেবা থেকে। তবে এবার নির্বাচনে নতুন করে স্বপ্নের বীজ বপন করেছেন টেকপাড়ার আপামর জনতা। এই স্বপ্ন সদা হাসোজ্জ্বল, সদালাপি, অমায়িক, সৎ ও শিক্ষিত আবদুল্লাহ আল মামুন রিয়াদ ঘিরে।
আপস
শুক্রবার সন্ধ্যায় টেকপাড়া প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গণে রিয়াদ তথা পাঞ্জাবী মার্কার সমর্থনে আয়োজিত বিশাল সমাবেশে এমন অভিমত প্রকাশ করেন টেকপাড়ার সর্বস্তরের মানুষ। এসময় রিয়াদকে অকুণ্ঠ সমর্থন জানান ৪নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর সিরাজুল হক।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগ নেতা আবদুল খালেক বলেন, কালো টাকার কাছে বিক্রি না হয়ে সৎ ও যোগ্য প্রার্থী রিয়াদকে বেছে নিন। রিয়াদই অবহেলিত এই এলাকার আমূল পরিবর্ত আনতে পারে। এবার ভুল করলে আবারও ৫ বছর টেকপাড়া মানুষকে কষ্ট পেতে হবে।
সভায় বক্তব্য রাখেন বৃহত্তর টেকপাড়া সমাজ কমিটির সভাপতি আমির সুলতান, সহ—সভাপতি জয়নাল আবেদীন, ৪নং ওয়ার্ডের সাবেক ৪ বারের নির্বাচিত কাউন্সিল সিরাজুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম কেলু, এড. হুমায়ন কবির দুলাল, পশ্চিন টেকপাড়া সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, সাংবাদিক মাহবুবুর রহমান, টেকপাড়া সমাজ কমিটির সদস্য ওসমান গণি, মোঃ রফিক, বৃহত্তর বার্মিজ মার্কেট মালিক সমিতির কার্যকরী সভাপতি মুছা কলিম উল্লাহ, নাছির কামাল, পৌর আওয়ামী লীগ নেতা সাইফুল কবির রনি, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, হাফেজ শাহেদুর রহমান শাহিন, রফিকুল ইসলাম বাবর ও পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আবদুল্লাহ আল মামুন রিয়াদ।
সভায় বক্তারা বলেন, অন্য প্রার্থীদের তুলনায় রিয়াদ সবচেয়ে যোগ্য। তার চরিত্রে কোন কালিমা নেই। তার আলোকিত পদক্ষেপে বদলে যাবে অবহেলিত ৪নং ওয়ার্ড। তাই আগামী ১২ই জুন রিয়াদের পাঞ্জাবি মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে। নচেৎ সবাইকে ভুলের মাশুল দিতে হবে ৫ বছর।
কৃষক লীগ নেতা ইব্রাহিম পিয়ারুর সঞ্চলানায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কায়ছার, ফরিদ,এড. ফিরোজুল আলম, নাজিম উদ্দীন, ইউসুফ জালাল, হাজী রিদুয়ান,হাবিবুর রহমান, শাহাবউদ্দীন, আব্দুল হামিদ ফয়সাল, রেজাউল করিম আশিক, আসিফুল করিম প্রমুখ। সমাবেশে পাঞ্জাবি মার্কার সমর্থনে হাজারো নারী—পুরুষ স্বতস্ফূর্ত অংশ নেয়।