দেলওয়ার হোসাইন, পেকুয়া :

পরিবেশ রক্ষায় সচেতন নাহলে প্রকৃতি পৃথিবীর উপর বিরূপ প্রভাব ফেলবে,প্রাণ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নাই বলে জানান পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জাহিদুল ইসলাম।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পেকুয়া ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে প্রতিকী নাটিকা,আলোচনা সভা ও বৃক্ষরোপন কমর্সূচী উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলে ।

সোমবার (৫ জুন) বিকাল ৪টার সময় উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনাস্থ গ্রামীণ ব্যাংক চত্বরে র‍্যালী ও সমাবেশের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেনের সভাপত্বিতে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পেকুয়া প্রতিনিধি পরিবেশ কর্মী সাংবাদিক দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে রাখেন সাংবাদিক জালাল উদ্দিন।
বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী, যুগ্ম সম্পাদক আলা উদ্দিন আলো,নোঙর কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এফ এম সুমন, মহেশখালী কালারমার ছড়া বনবিট কর্মকর্তা আজিজুল হক,পেকুয়া মডেল জি এম সি ইনষ্টিটিশনের জৈষ্ট শিক্ষক জাহাঙ্গীর আলম।

এসময় পেকুয়া উপজেলা যুবলীগের সদস্য হোছাইন মোঃ বাদশা,মহিলা নেত্রী নুর নাহার নূরী, পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন,গ্রামীণ ব্যাংক পেকুয়া শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি নাথ,পূর্ব গোঁয়াখালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি নুর মোহাম্মদ,পশ্চিম ভোলাইয়াঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় পরে বৃক্ষরোপন কর্মসুচীতে অংশ নেন ।

স্থানীয় শিশু কিশোর ও পরিবেশ কর্মীদের উপস্থাপনায় অনুষ্ঠানস্থলের পাশে বিশাল বজ্যের স্তুপে পরিবেশ রক্ষায় সচেতনতা মুলুক
ব্যতিক্রমি প্রতিকি নাটিকা উপস্থাপন করা হয় ।