মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) ৩য় ব্যাচের কর্মকর্তাদের কক্সবাজারে জমকালো আয়োজনে ১৫ বছর পূর্তি পালন করা হয়েছে।

সোমবার (২২ মে) কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। কক্সবাজার বিচার বিভাগে কর্মরত বিজেএস ৩য় ব্যাচের কর্মকর্তা কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম আদালতের বিচারক যথাক্রমে মোহাম্মদ সাইফুল ইলাহী, মোহাম্মদ আবদুল কাদের, মোঃ মোশারফ হোসেন ও নিশাত সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ সাইফুল ইসলাম এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১৫ বছর পূর্তির কেক কাটা হয় এবং প্রধান অতিথি বিজেএস ৩য় ব্যাচের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যের মধ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর সহধর্মিণী ফাহমিদা হোসাইন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১, ২ ও ৩ এর বিচারক (জেলা জজ) যথাক্রমে মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ নুরে আলম ও মোহাম্মদ আবু হান্নান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোছাঃ রেশমা খাতুন, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রাসাদ চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদীন নাঁহী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ, সিনিয়র সহকারী জজ ফাহমিদা সাত্তার, সহকারী জজ মোহাম্মদ আবদুল মান্নান, সহকারী জজ মাজেদ হোসাইন, সহকারী জজ ওমর ফারুক, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর কক্সবাজার জেলা সভাপতি ও জেলা নাজির বেদারুল আলম সহ বিচার বিভাগীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজেএস ৩য় ব্যাচের কর্মকর্তারা তাঁদের মেধা ও পেশাদারিত্ব দিয়ে বিচার বিভাগকে আরো সমৃদ্ধ ও গতিশীল করবেন বলে অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
নান্দনিক ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে বিজেএস ৩য় ব্যাচের কর্মকর্তারা মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করে তাঁদের পেশাগত দায়িত্ব পালনে অতীতের মতো সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা বিচার বিভাগে বিজেএস ৩য় ব্যাচের ৫ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাঁরা হলেন-কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম আদালতের বিচারক যথাক্রমে মোহাম্মদ সাইফুল ইলাহী, মোহাম্মদ আবদুল কাদের, মোঃ মোশারফ হোসেন ও নিশাত সুলতানা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ সাইফুল ইসলাম।