আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে দুই অপহরনকারী গ্রেফতার করেছে। এসময় চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে উখিয়া-টেকনাফ সার্কেল রাসেল, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় এলআইসি শাখার সহযোগিতায় টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হুসাইন তার সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অপহরন মামলার মূল আসামী
উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়
রোহিঙ্গা ক্যাম্প থেকে ব্লক-ডি এর বাসিন্দা
মোঃ রশিদের ছেলে আমান উল্লাহ (২৩), প কে গ্রেফতার করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহরনের স্বীকার ফয়সালের ব্যবহৃত মোবাইল আসামীর মামা
একই ক্যাম্পের একই ব্লকের মোঃ ইসলামের ছেলে মোঃ শফি(২২) এর নিকট থেকে জব্দ করা হয় এবং তাকেও গ্রেফতার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ সংক্রান্তে আসামী স্বীকারোক্তি মূলক জবানবন্দী বিজ্ঞ আদালতে প্রদান করেছে।
উল্লেখ্য,গত ১৫ মার্চ ভোরে হ্নীলা ইউনিয়নের সাবেক মেম্বার বাবুলের ছেলে ফয়সাল (১৭) মসজিদে নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হলে অজ্ঞাতনামা অপহরনকারীরা তাকে সিএনজি যোগে অপহরন করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে সে উদ্ধার হয় এবং টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

তিনি আরো জানান,অপহরনের কারন, মূল উদ্দেশ্য উদঘাটনসহ জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।