আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ ৫টি রোহিঙ্গা ক্যাম্পসহ পাহাড়ি এলাকায় ড্রোন দিয়ে এক বিশেষ অভিযান চালিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। এসময় মাদকও অস্ত্রসহ আট রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের লেদা, আলীখালী, শালবাগান, জাদিমুড়া ও নয়াপাড়া রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্পসহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে এ অভিযান চালানো হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নূর।

তিনি বলেন, পাহাড়ে থাকা সন্ত্রাসীদের ধরতে পাচঁটি রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করি। এতে ড্রোনের মাধ্যমে পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করা হয়।

তিনি আরও বলেন, পরে পাহাড়ে কমান্ডো টিমের মাধ্যমে তল্লাশি চালিয়ে ৮ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান ও ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া ক্যাম্প থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। ওইসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।