আজিজ রাসেল :
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গভীর সাগরের সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার জেলেদের পরিচয় ও নাম জানা যায়নি। তাদের কূলে আনার পর বিস্তারিত জানানোর কথা বলেছে কোস্টগার্ডের এই কর্মকর্তা।

তিনি জানান ,জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারসহ ১৯ জেলে সাগরে ভাসমান আবস্থাতে উদ্ধার করা হয়েছে। এরপর কোস্টগার্ড বঙ্গোপসাগরে জেলেদের উদ্ধারে কাজ শুরু করে। প্রথম দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার বলা হলেও শেষে ট্রলারে ভাসমান থাকা ১৯ জেলের খোঁজ মেলে গভীর সাগরের সেন্টমার্টিনে। তারপর কোস্টগার্ডের জাহাজ ১৯ জেলেকে শনিবার দুপুরে উদ্ধার করেছে।প্রাথমিকভাবে জেলেদের চিকিৎসা ও খাবার সরবারহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে বরে জানান কোস্ট গার্ড।