মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

গত ২৩ এপ্রিল কক্সবাজারের নাজিরার টেকের সমুদ্রের মোহনায় ভেসে আাসা মাছ ধরার ট্রলার থেকে ১০ অর্ধগলিত লাশ উদ্ধারের মামলায় গ্রেপ্তার করা ২ আসামীর ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) কক্সবাজার সদর থানার এসআই ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস বুধবার ২৬ এপ্রিল ২ আসামীর ৭ দিন করে আদালতে রিমান্ড এর আবেদন করলে কক্সবাজার সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা আবেদনের শুনানী শেষে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কক্সবাজার কোর্ট ইন্সপেক্টর এর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

যে ২ জন আসামীর রিমান্ড মঞ্জুর করা হয়েছে, তারা হলো-মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামী কামাল প্রকাশ বাইট্টা কামাল এবং ৪ নম্বর আসামী করিম সিকদার।

ভেসে আসা ট্রলারের মালিক ও মহেশখালীর হোয়ানকের ছনখোলা পাড়ার নিহত শামশুল আলম প্রকাশ শামশু মাঝির স্ত্রী রোকেয়া আক্তার বাদী হয়ে চাঞ্চল্যকর ঘটনায় ২৫ এপ্রিল হত্যা মামলাটি দায়ের করেন। যার কক্সবাজার সদর থানা মামলা নম্বর ৪৩, তারিখ : ২৫/০৪/২০২৩ ইংরেজি। মামলায় ৪ জনকে এজাহারভুক্ত এবং ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর ২ আসামী হচ্ছে-আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।