মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন কারাদন্ড এবং একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই মামলায় অপর একজন আসামীকে ৩ বছর সশ্রম কারাদন্ড এবং তাকে ৩ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুল এলাহী বুধবার ২৬ এপ্রিল এ রায় ঘোষণা করেন। একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুলতানুল আলম এ তথ্য জানিয়েছেন।
যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামীদ্বয় হচ্ছে-চকরিয়া উপজেলার রাজাখালীর জামাল উদ্দিনের পুত্র রুহুল আমিন এবং আবদুল মালেকের স্ত্রী খালেদা বেগম। ৩ বছর কারাদন্ডে দন্ডিত আসামী হলো একই এলাকার মনিরুজ্জামানের পুত্র আবদুল মালেক।
১৯৯৫ সালের ২৬ জানুয়ারী সংগঠিত হত্যাকান্ডে নিহত গৃহবধূ হচ্ছে-বদিউল আলমের কন্যা রোজিনা আক্তার প্রকাশ রোজি। ঘটনার ২৮ বছর পর মামলাটির রায় ঘোষণা করা হলো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।