এম.এ আজিজ রাসেল :
ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও উৎসবমূখর পরিবেশে জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২২ এপ্রিল) সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক।

নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, জেলা জজ মোহাম্মদ ইসমাঈল, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম ও পৌর মেয়র মুজিবুর রহমান।

সকাল ৯টা ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এরপর ছোট-বড় সকলে কুলাকুলিতে মেতে উঠে। এসময় সবার মুখে ধ্বনিত হয় ঈদ মোবারক….ঈদ মোবারক।

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ও পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে প্রায় ২০ হাজার মানুষ নামাজ আদায় করে। বিভিন্ন মহল্লার মসজিদেও ঈদের নামাজ অনুষ্টিত হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও জেলখানায় উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়।

হিৎসা বিদ্বেষ ভুলে ঈদ নিয়ে এসেছে খুশির বারতা। এদিকে ঈদ উপলক্ষে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতসহ সকল দশর্নীয় স্থানে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।