মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বীর মুক্তিযোদ্ধা, ঢাকার গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার ১১ এপ্রিল রাত ১০ ৫৫ মিনিটের দিকে ঢাকায় তার গড়া গণ স্বাস্থ্য কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকাবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাফর উল্লাহ চৌধুরী ছিলেন একজন কিংবদন্তি, খাঁটি দেশপ্রেমিক। যিনি ১৯৭১ সালে চিকিৎসা শাস্ত্রের উচ্চ শিক্ষা পরিত্যাগ করে, বিলেতের আয়েশী জীবন ছেড়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশের অবহেলিত, সুবিধা বঞ্চিত, স্বামীর পরিত্যক্তা, বিধবা, দুঃস্থ ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষের আশ্রয়স্থল, সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত ছিলেন সবার প্রিয় ডা. জাফর উল্লাহ চৌধুরী।

অবারিত সুযোগ থাকা সত্ত্বেও ডা. জাফর উল্লাহ চৌধুরী দেশে নিজের গড়া হাসপাতালে সবসময় চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। সেই হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।