মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবারবাগান এলাকায় সৌদিয়া বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী হাফেজ মোঃ রিদুয়ান প্রাণ হারিয়েছেন। শনিবার ৮ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ মো: রিদুয়ান হাটহাজারী মঈনুল উলুম মাদ্রাসার (হাটহাজারী বড় মাদ্রাসা) ছাত্র এবং রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম মৌলানা আবু বক্কর এর কনিষ্ঠ পুত্র। রামু জোয়ারিয়ানালার ঘোনার পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া বাসের ধাক্কায় হাফেজ মো: রিদুয়ান গুরতর আহত হলে তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১ টার দিকে হাফেজ মো: রিদুয়ানকে রামু থেকে কক্সবাজার জেলা সদর নেওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাফেজ মো: রিদুয়ান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।