মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু’র কাউয়ারখোপে বিজিবি-গরু ব্যবসায়ী সংঘর্ষে আবদুল জব্বার নামক একজন দিনমজুর নিহত এবং ৩ জন আহত হয়েছে। শনিবার ৮ এপ্রিল রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, কাউয়ারখোপ বাজারের উত্তর পাশে ডেপারকুল এলাকার মাষ্টার আবদুল্লাহর বাড়িতে বিজিবি এক অভিযান চালিয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আনা ৬ টি গরু জব্দ করে।এ সময় বিজিবি’র সাথে অবৈধ গরু ব্যবসায়ীদের সংঘর্ষে ৩ জন আহত হয়। পরে বিজিবি গরু গুলো নিয়ে যাওয়ার সময় কাউয়ারখোপ বাজারের পূর্ব দিকে পূর্ব কাউয়ারখোপ রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে বিজিবি’র সাথে গরু সিন্ডিকেট ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় গুলাগুলির শব্দ শুনে ঘটনা দেখার জন্য কৌতূহল বশত মৃত জাগের আহামদের পুত্র দিনমজুর আবদুল জব্বার রাস্তায় বের হলে গুলিতে আবদু জব্বার ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আহতরা হলো-মধ্যম কাউয়ারখোপ এলাকার নুরুল ইসলামের স্ত্রী চেনুআরা বেগম, মৃত আবুল হোছনের স্ত্রী জনু বেগম এবং মকবুল আহমদের পুত্র ফয়েজ আহামদ।

নিহত আবদুল জব্বারের মৃতদেহ বিজিবি তাদের গড়িতে করে নিয়ে যায়। রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান ইউপি সদস্য আবদুল আজিজ।