নিজস্ব প্রতিবেদক:

ট্রাকে করে সম্মেলনে যোগ দিতে আসা উখিয়া যুবলীগের তৃণমূল নেতাকর্মীদের একটি দলকে রোহিঙ্গা বানিয়ে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়েছিল। কিন্তু ক্যাম্প কর্তৃপক্ষ বিষয়টি সাধারন সম্পাদক প্রার্থী সরওয়ারের উদ্দেশ্য প্রণোধিত বুঝতে পেরে তাদের ছেড়ে দেয়।

যুবলীগ নেতাকর্মীরা বলছেন- দীর্ঘ ৯ বছর পর সম্মেলন পেয়ে একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও যোগ দিতে চেয়েছিল। কিন্তু ট্রাকে করে আসা রাজাপালং ইউনিয়নের কচুবনিয়া এলাকার ২১ জন যুবককে রোহিঙ্গা দাবি করে সরওয়ার কামালের ভাই মোস্তফা কামাল পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ যাচাই-বাচাইয়ের জন্য ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলে বেরিয়ে আসে আসল ঘটনা।

কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরের ইনচার্জ সায়েদ ইকবাল তাদের রোহিঙ্গা নয় বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন-কোন রোহিঙ্গা পুলিশ হস্তান্তর করেনি। যারা এসেছে তারা রোহিঙ্গা নয়।

ওই ২১ যুবক কি আসলে রোহিঙ্গা ছিল এমন প্রশ্নে বিব্রত সরওয়ারের ভাই মোস্তফা কামাল। তার দাবি- স্থানীয়দের কথার ভিত্তিতে তিনি তাদের রোহিঙ্গা বলেছিলেন। তার বেশি কিছু তিনি জানেন না।