আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে দুইটি প্রতিষ্ঠানকে ওজনে কম দেওয়ার অভিযোগে উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৭মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে পৌরশহরের পেট্রোল পাম্পগুলো গ্রাহকের কাছ থেকে ওজনে কম ও অতিরিক্ত মূল্য আদায় করছিল।
মঙ্গলবার পেট্টোল পাম্প গুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লেঙ্গুরবিল সড়কের মেসার্স আমির ফিলিং স্টেশনে ও গ্রীন গার্ডেনের পাশে শাপলা ওয়ার্কশপে অভিযান চালিয়ে কোন ধরনের গরমিল পাওয়া যায়নি। তবে সিংগার শো-রুমের পাশে ভুট্রুর রডের দোকানে ওজনে গরমিল পাওয়ায় দোকানের মালিককে ২ হাজার টাকা আর বাস স্টেশনের পূর্বপাশে মাংসের দোকানে ওজনে গরমিল পাওয়ায় তাকে ১ হাজার টাকা সর্বমোট ৩ হাজার নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অভিযান পরিচালনাকালে টেকনাফ মডেল থানার পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।