আবুল কালাম, চট্টগ্রাম:
বন্দরনগরী চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী রোড এলাকায় চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ও দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টির করার দায়ে ৭ জনকে ১২ হাজার ৫০০ টাকা গুনতে হলো জরিমানা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নগরের বায়েজিদ এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)এর ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

চসিকের পিআরও আজিজ আহমেদ জানান, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বায়েজিদ বোস্তামী রোডের ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ও দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টির করার দায়ে ৭ জনকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।