ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার শহরের বড় বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতি (রেজিঃ নং-৪৩৫/১৩) এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারী) বেলা দুইটা থেকে পেশকার পাড়া সমাজ কমিটির কার্যালয়ে ভোট গ্রহণ হয়। সমিতিভুক্ত মোট ৬৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৬১টি।

কোন ভোটার অবশিষ্ট না থাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়োজিত এজেন্টগণের মতামতের ভিত্তিতে ভোট গণনা শুরু করেন নির্বাচন কমিশন।

শেষে ফলাফল ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল খালেক। কাস্ট হওয়া ৬১ ভোটের মধ্যে নষ্ট হয়েছে ৪টি।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল মোস্তফা (দেওয়াল ঘড়ি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম (ছাতা) পেয়েছেন ২১ ভোট।

৩৯ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বশির আহমদ সওদাগর (রিক্সা)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ইউসুফ (আপেল) ২২ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রহিম উল্লাহ। হরিণ প্রতীকে তার প্রাপ্ত ভোট ৩৮। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলিম (গোলাপ ফুল) পেয়েছেন ২২ ভোট।

অর্থ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিউল আলম। একই পদে আম প্রতীকে নেজাম উদ্দিনের প্রাপ্ত ভোট ২৭।

নির্বাচনে মোট ১৬ প্রার্থীর মধ্যে আগে ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, রবিউল আলম সহসভাপতি, সামশুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ হোসেন (পেঠান)।

নির্বাচন কমিশনের সদস্য ছিলেন, মোহাম্মদ আলম সওদাগর, শহীদুল ইসলাম ভুট্টো, আব্দুর রাজ্জাক ও শাহ মোঃ আবু তৈয়ব।

নির্বাচন পরিদর্শন করেছেন, পৌরসভার ৪ নং ওয়ার্ড কমিশনার দিদারুল ইসলাম রুবেল, কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জেবর মূলক, পেশকার পাড়া সমাজ কমিটির সভাপতি ফজল করিম, সাধারণ সম্পাদক আবু আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুনাফ সিকদার, মৎস্য অবতরণ কেন্দ্র সমবায় সমিতির সভাপতি ওসমান গনি টুলুসহ মান্যগন্য ব্যক্তি।