নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মানবিক সংস্থা হামিম মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে থাকা শীতে কষ্ট পাওয়া ২ শ’ মানুষের মাঝে সোমবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গরম কম্বল ও খাবার তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক জয়নাল আবেদিন।

শহরের বাস টার্মিনাল, সদর উপজেলা চত্বর, কলাতলী, কলাতলী সৈকত, সুগন্ধা সৈকত, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, বাজার ঘাটা, বদর মোকাম, সদর হাসপাতাল এলাকায় এই মানবিক কর্মসূচি পালিত হয়েছে।

অসহায় মানুষগুলো শীত বস্ত্র ও খাবার পেয়ে অনেক খুশি হন। তারা হামিম মফিজ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন।

এই সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, হামিম মফিজ ফাউন্ডেশন এর কর্মী আরাফাত হোসেন, রাকিব হোসেন, আলাউদ্দিন ও সলিমুল্লাহ সলিম উপস্থিত ছিলেন।

হামিম মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক জয়নাল আবেদীন জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম মানবিক কাজগুলো বছরজুড়েই করা হয়ে থাকে। মানুষের কল্যাণে ফাউন্ডেশন থেকে একেক সময় একেক রকম কাজ করে থাকেন।