ইমাম খাইর, সিবিএনঃ

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা নুরপাড়া এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৪ সদস্য আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তারা হলেন, ঈদগাঁওর মধ্যম ভোমরিয়াঘোনা এলাকার ছৈয়দ আহমদের ছেলে লুৎফুর রহমান (৩৪), ইসলামাবাদের খোদাইবাড়ির মকবুল আহমদের ছেলে মিজানুর রহমান (৩৪), দরগাহ পাড়ার বশির আহমদের ছেলে মুফিজুর রহমান (৩০) ও রামুর মন্ডলপাড়ার ফেরদৌস মিয়ার ছেলে মোহাম্মদ ইমরান হোসাইন (৩২)।

এ সময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে হ্যান্ডকাফ, খেলনার পিস্তল, একটি সিএনজি ও মোটর সাইকেল। পাওয়া গেছে ‘ডিবি কক্সবাজার’লেখা ১টি কটি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

তিনি জানান, ডিবি পুলিশের ছদ্দবেশে চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। লোকজনকে আটক, টাকা আদায়সহ নানাভাবে হয়রানি করে আসছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ পুলিশ বাহিনীর সুনাম চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। লোকজনের অভিযোগ ও সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

অভিযানে ৪জন আটক হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। পলাতক সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় রামু থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ইমাম খাইর, কক্সবাজার ব্যুরো প্রধান