ইমাম খাইর, সিবিএনঃ 
দেশের প্রথম ও সর্ববৃহৎ ব্যাচভিত্তিক জেলা সংগঠন এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার দুই যুগ পূর্তি উদযাপনে উন্মুক্ত আলোচনা সভা করা হয়েছে।
এ লক্ষ্যে শনিবার (৭ জানুয়ারি) রাতে পর্যটন শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অন্তরঙ্গ সম্মিলন ঘটে।
ভ্রাতৃত্বপূর্ণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডা. রিদুয়ান তারিন। কুরআন তিলাওয়াত করেন সাংবাদিক ইমাম খাইর। ত্রিপিটক পাঠ করেন ডা. রঞ্জন বড়ুয়া রাজন। গীতা পড়েন এডভোকেট বাপ্পি শর্মা।
এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার নবনির্বাচিত কমিটির সভাপতি ব্যাংকার হাসান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন, সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভুট্টো, যুগ্ম সম্পাদক মুজিব উল্লাহ চৌধুরী।
এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার সাবেক সভাপতি এডভোকেট মইন উদ্দিন, মীর মুহাম্মদ আবদুল মালেক জাকির, বিচারক শেফায়েত ছালাম, ডা. রঞ্জন বড়ুয়া রাজন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার বিন নাছির (রিয়াদ), সাংবাদিক ইমাম খাইর, এডভোকেট রেজাউল করিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, রেজাউল হক ভুট্টো, ওয়াহিদ মুরাদ পুটুল, মহিউদ্দিন ফয়সাল, সাংবাদিক ওয়াহিদুর রহমান রুবেল, সাংবাদিক সোয়েব সাঈদ, মুফিজুর রহমান মুফিজ, জাকির আলম জহির, সাংবাদিক জাহেদুল ইসলাম, মিথুন, ব্যাংকার রেজাউল করিম, শাহেনা মজুমদার চুমকি, এডভোকেট শওকত ওসমান, আমম শাহজালাল, পিন্টু দত্ত, কাজল শর্মা, এডভোকেট জিয়াউদ্দিন আহমদ তমালসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বন্ধুরা বক্তব্য দেন।

নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা

সভাপতির সমাপনী বক্তব্যে হাসান মাহমুদ চৌধুরী বলেন, এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা কমিটি সারাদেশের জন্য অনন্য দৃষ্টান্ত। আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব অতুলনীয়। এই বন্ধনকে অটুট রাখতে সবার সহযোগিতা দরকার।
তিনি বলেন, আমরা নেতৃত্ব দিতে নই, বন্ধুত্বের বন্ধনকে সমৃদ্ধ করতেই সমবেত হয়েছি। কক্সবাজারের বন্ধনের দৃষ্টান্ত ছড়িয়ে পড়ুক সারাদেশে।
দুই যুগ পূর্তি উদযাপনের  পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার নবগঠিত কমিটির সহসভাপতি মোহাম্মদ আলী। উন্মুক্ত আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সৌজন্যে নৈশ ভোজের আয়োজন করা হয়।