মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে সারাদেশে কাজ করা, স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) কক্সবাজার শাখার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী তিন বছরের জন্য সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ ছিলেন।
গত ৩১ ডিসেম্বর সকালে কক্সবাজারের নতুন জেল গেইটের সামনে পালস মিলনায়তনে সংস্থার বিদায়ী সভাপতি সাইফুল হক’র সভাপতিত্বে, শাখা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল এর সঞ্চালনায় সাধারণ সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরনী পেশ ও অনুমোদন করা হয়। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত শাখার কার্যক্রম পেশ ও অনুমোদন করা হয়। কোষাধ্যক্ষ অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু কর্তৃক একইসময়ে আর্থিক ও অডিট প্রতিবেদন সাধারণ সভায় পেশ করা হলে তা আলোচনান্তে অনুমোদন করা হয়।
সাধারণ সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-যথাক্রমে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, এফপিএবি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট আয়াছুর রহমান ও কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।
সাধারণ সভায় আজীবন ও সাধারণ সদস্যদের মধ্যে উম্মুক্ত আলোচনায় অংশ নেন- কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মনজুর, এফপিএবি’র সাবেক সভাপতি মাস্টার মোঃ মফিজুর রহমান, অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, মোহাম্মদ ফেরদৌস চৌধুরী, মাস্টার মোহাম্মদ হোসাইন, ডাঃ চন্দন কান্তি দাশ, ধ্রুব সেন দে, সাইফুল ইসলাম আদর, বোরহান উদ্দিন প্রমুখ। সাধারণ সভায় বক্তারা বলেন, এফপিএবি’র কার্যক্রম জবাবদিহিতা ও স্বচ্ছতার মানদন্ডে উত্তীর্ণ। সেবা গ্রহীতাদের আস্থা অর্জন করেছে। বক্তারা সংস্থার কার্যক্রমের মান ও পরিধি আরো বাড়ানোর আহবান জানান। অত্যন্ত প্রানবন্ত, নান্দনিক ও সাবলীল পরিবেশে, বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা শেষে এফপিএবি’র শাখা কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য গঠিত প্রধান নির্বাচন কমিশনার মোঃ মফিজুর রহমান, কমিশনার অ্যাডভোকেট সাকী এ কাউসার ও কমিশনের সদস্য সচিব মোহাম্মদ ইকবাল যৌথভাবে পরবর্তী তিন বছরের জন্য শাখা কার্যনির্বাহী পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন।
নির্বাচিতরা হলেন : সভাপতি-অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, সহ সভাপতি-শামীম আক্তার, সাধারণ সম্পাদক-মাস্টার মোহাম্মদ হোসাইন, কোষাধ্যক্ষ পৌর কাউন্সিলর-আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, শাখা সদস্যরা হলেন-আবু মোর্শেদ চৌধুরী খোকা, সাইফুল হক, জেবুন্নেচ্ছা নাহিদ, পৌর কাউন্সিলর এম.এ মনজুর, জান্নাতুল ফেরদৌস, আইরিন আক্তার, যুব সদস্য-রায়হান উদ্দিন, আয়েশা আক্তার রিয়া, ফাহিমা আক্তার আঁখি। এছাড়া পুরুষ ক্যাটাগরীতে আবু মোর্শেদ চৌধুরী খোকা, মহিলা ক্যাটাগরীতে জেবুন্নেছা নাহিদ এবং যুব ক্যাটাগরীতে রায়হান উদ্দিন এফপিএবি’র জাতীয় কাউন্সিলর নির্বাচিত হন।
সভায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়। সাধারণ সভায় কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এফপিএবি’র তিনজন স্বাস্থ্যকর্মীকে পুরস্কৃত করা হয়। সাধারণ সভা ও নির্বাচন শেষে সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।
প্রসঙ্গত, এফপিএবি কক্সবাজার সহ বাংলাদেশের ২১ টি জেলায় গণমানুষকে বহুমুখী স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। কক্সবাজারে উত্তরণ গৃহায়ন সংলগ্ন পশ্চিম পাশে এফপিএবি’র নিজস্ব ভবনে এর কার্যক্রম চলছে। এছাড়া আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা আইপিপিএফ এর সহায়তায় বিশ্বের আরো ৫ টি দেশেও এ কার্যক্রম চলছে। এফপিএবি’র প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম কক্সবাজারের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে।
এফপিএবি’র নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু’র সংক্ষিপ্ত জীবনী :
অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু কক্সবাজার শহরের উত্তর বাহারছড়ার মৃত সুবিকাশ বড়ুয়া ও মঞ্জু বড়ুয়া’র জ্যেষ্ঠ পুত্র। তাঁর পিতামহ মৃত সুধাংশু বিমল বড়ুয়া ১৯৫৪ সালে MLA ছিলেন। তিনি ১৯৭৮ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাস করেন, পরে তিনি ICMAB ডিগ্রি অর্জন করেন। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির একজন সদস্য এবং কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী।
মানবিক মানুষ অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ছিলেন। অদম্য ইচ্ছাশক্তি সম্পন্ন অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সভাপতি’র দায়িত্ব সফলতার সাথে পালন করছেন দীর্ঘদিন ধরে। তিনি বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি। কর্মপাগল অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা রোগী কল্যাণ সমিতি ও এফপিএবি’র আজীবন সদস্য।
ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু জীবনসঙ্গীনী হিসাবে বেচে নিয়েছেন চট্টগ্রাম শহরের রীপা বড়য়া-কে। পিন্টু ও রীপা দম্পতি অর্পিতা বড়ুয়া মীম এবং অংকিতা বড়ুয়া ঈষিকা নামক মেডিকেল কলেজে পড়ুয়া ২ মেধাবী কন্যা সন্তানের গর্বিত জনক ও জননী।
অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু তাঁকে এফপিএবি’র সভাপতি নির্বাচিত করায় এক প্রতিক্রিয়ায় সংস্থার সর্বস্থরের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পদ-পদবী কোন বড় কথা নয়। সংস্থার মাধ্যমে কক্সবাজারের পিছিয়ে পড়া লোকজন, প্রান্তিক জনগোষ্ঠীকে কতটুকু সেবা দিতে পেরেছি, সংস্থার লক্ষ্য উদ্দেশ্য কতটুকু পূরণ করতে পেরেছি, সংস্থার সবকাজে স্বচ্ছতা রক্ষা করতে পেরেছি কিনা, ক্রান্তিলগ্নেও সংস্থার কার্যক্রমকে গতিশীল রাখতে পেরেছি কিনা-সেটাই বড় কথা। তিনি তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।