সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান রাণী স্টুডিও এর স্বত্ত্বাধিকারী শ্রী বুলু বিকাশ দাশ ১৯৭৩ সাল থেকে সুদীর্ঘ ৫০ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে নিয়মিত করদাতা হিসেবে অন্যান্য বছরের মতো ২০২১-২০২২ কর বর্ষে ও সেরা করদাতা নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেছেন।

গত ২৮ শে ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ, শনিবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে কর অঞ্চল-১, চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র (প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন) বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী সেরা করদাতা শ্রী বুলু বিকাশ দাশ এর হাতে সম্মাননা স্মারক ও সনদ আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিগণ করতালি দিয়ে বুলু বিকাশ দাশকে বিশেষভাবে সম্মানিত করেন।

বুলু বিকাশ দাশ তাকে দ্বিতীয় বারের মতো সেরা করদাতা নির্বাচিত করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।