সোয়েব সাঈদ, রামু:
রামুতে প্রজন্ম’ ৯৫-এর দুই দিনব্যাপী বর্ণিল রজতজয়ন্তী উৎসব উদ্বোধন শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার, ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে রজতজয়ন্তী উৎসব সূচনা করা হয়।
পরে আলোচনা সভা ও প্রজন্ম ’৯৫ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রজতজয়ন্তী স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এবং প্রজন্ম’ ৯৫ রজতজয়ন্তী উদযাপন পরিষদের চেয়ারম্যান ড. বদিউল আলম পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, কক্সবাজার পিটিআই এর সাবেক সুপার মো. নাসির উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন- ব্যাচ ভিত্তিক সংগঠন প্রজন্ম’৯৫ নিজেদের আনন্দ ভাগাভাগির পাশে রামুর শিক্ষার প্রসার ও জনকল্যাণমূলক কর্মকান্ডে অনন্য অবদান রেখে যাচ্ছে। বন্ধুত্বের বন্ধন অটুট রেখে কল্যাণকর কাজে প্রজন্ম’৯৫ এর ভ‚মিকা সবার জন্য অনুকরণীয়।
বিশেষ অতিথির বক্তব্যে রোকেয়া পদকে ভ‚ষিত রামুর কৃতি সন্তান, উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন- ছেলেমেয়েদের ভেদাভেদ না করে পড়াশোনায় মনোনিবেশ করাতে হবে। পড়াশোনাই হলে জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। ছেলেমেয়েদের আদর-¯েœহ দিয়ে মানবিক মানুষ হওয়ারও স্বপ্ন দেখাতে হবে। প্রজন্ম’৯৫ এর সদস্যরা হাতে-হাত রেখে এগিয়ে যাচ্ছে। রজতজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত স্বরণিকা খুবই তথ্যবহুল হয়েছে। এটি তাদের এ আয়োজনকে আরো সমৃদ্ধ করেছে।
জয়শ্রী বড়–য়া ও নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজন্ম’৯৫ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক সুনীল বড়–য়া, বজলুস সাত্তার, রেজাউল আমিন মোর্শেদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রজন্ম ’৯৫ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেও বৃত্তি, ক্রেস্ট, সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় সংগীত ও থিম সং পরিবেশন কওে প্রজন্ম’৯৫ এর সদস্যরা। এসময় নৃত্যে অংশ নেন- ইন্সটিটিউট অব মিউজিক রামুর ক্ষুদে শিল্পীরা।
অনুষ্ঠানে রামুর বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৯৫ সনে রামু উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ সতীর্থদের সংগঠন প্রজন্ম’ ৯৫-এর পঁচিশ বছরের পথচলাকে উদযাপন করার লক্ষ্যে ৩০-৩১ ডিসেম্বর দুই দিনব্যাপী এ বর্ণিল রজতজয়ন্তী উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের থাকছে, ওপেন এয়ার কনসার্ট, আনন্দ র‌্যালী, স্মৃতিচারণ, বৃত্তি প্রদান, আলোচনা সভা, খেলাধুলা, ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, আতশবাজি সহ নানা আয়োজন।
শুক্রবার সন্ধ্যায় রামু খিজারী হাই স্কুলে স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টে গান পরিবেশন করবেন- দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক এর তারকা হাসান। আরো থাকবে ব্যান্ডদল স্টোন, ক্লোজআপ তারকা সালমা ও জনপ্রিয় শিল্পী ফারদিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আঁখি। কনসার্টের শুরুতে থাকবে আতশবাজি।
উৎসবের ২য় দিন ৩১ ডিসেম্বর, শনিবার কক্সবাজারস্থ হোটেল সীগালে শুধুমাত্র নিবন্ধিত প্রজন্ম’৯৫ সদস্য ও পরিবারবর্গের অংশগ্রহনে ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হবে। এতে থাকবে সন্ধ্যায় প্রজন্ম’৯৫ সদস্য ও পরিবারবর্গের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি শিল্পীদের পরিবেশনা, রাতে র‌্যালেফ ড্র ও নৈশভোজ।