মোঃ কামাল উদ্দিন, চকরিয়া :
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ধন হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এপেক্স ক্লাব অব বাংলাদেশের শাখা এপেক্স ক্লাব অব মাতামুহুরি সিটি এবং এপেক্স ক্লাব অব লামার। বৃহস্পতিবার ( ২৯ডিসেম্বর) সন্ধ্যায় চকরিয়ার অভিজাত রেস্তোরাঁ ধান সিঁড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ দুটি ক্লাবের উদ্বোধন করা হয়।
এসময় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এপেক্স ক্লাব অব চকরিয়ার প্রেসিডেন্ট মোঃ সাইদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ন্যাশনাল এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের এন.আই.আর.ডি ডক্টর সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী ও এন.ওয়াই.সি.ডি নুরুল আমিন চৌধুরী আরমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা-৩ এর গভর্নর কামাল পাশা, লাইন মেম্বার হাবিবুর রহমান, আইপিপি মোহাব্বত চৌধুরী, এপেক্স ক্লাব অব মাতামুহুরি সিটির ফাউন্ডার প্রেসিডেন্ট শওকত আমিন হিরু চৌধুরী, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম মোরশেদ, এপেক্স ক্লাব অব লামার ফাউন্ডার প্রেসিডেন্ট বশিরুল আলম, সাধারণ সম্পাদক তৈয়ব আলী সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবিক এ সংগঠনটি ‘সেবা, সুনাগরিকত্ব ও সোহার্দ’ এই স্লোগানকে সামনে রেখে এপেক্স ক্লাব অব বাংলাদেশ দক্ষ নেতৃত্ব প্রশিক্ষণ ও সমাজসেবার ব্রত নিয়ে এগিয়ে চলেছে। রোটারি ক্লাব ও লায়ন্স ক্লাবের মতন আন্তর্জাতিক পর্যায়ে ‘এপেক্স ক্লাব’ আর্তমানবতার সেবায় আন্তরিক ভাবে কাজ করে চলছে। পোলিও নিরাময়, গণটিকা কার্যক্রম ও গণশিক্ষা কার্যক্রম ও কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এপেক্স ক্লাব ইন্টারন্যাশনাল তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় এপেক্স ক্লাব অব বাংলাদেশের শাখা এপেক্স ক্লাব অব মাতামুহুরি সিটি ও এপেক্স ক্লাব অব লামার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।