মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালীছরা (পশ্চিম) এলাকার বাসিন্দা, প্রবীণ সমাজকর্মী হাজী মিয়া হোছাইন সওদাগর আর নেই। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ভোর ৪ টা ৫০ মিনিটের দিকে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

হাজী মিয়া হোছাইন সওদাগর কক্সবাজার শহরের এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটাস্থ মসজিদে বায়তুল্লাহ কমপ্লেক্স এবং হজরত মায়মুনা (র:) নুরানী মাদ্রাসা ও আব্দুল্লাহ-নাহার হেফজ ও এতিমখানা পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ছিলেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন। হাজী মিয়া হোছাইন সওদাগর কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর করিম সিকদার পাড়ার আদিবাসিন্দা।

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর জোহরের নামাজের পর কক্সবাজার শহরের হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে হাজী মিয়া হোছাইন সওদাগর এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।