মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পাঁচ লক্ষ টাকার অধিক মালামাল লুট করার অভিযোগ উঠেছে।

এঘটনায় উপজেলার ৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী নাছির উদ্দীন।

অভিযোগ সূত্রে জানা যায়, বর্ণিত উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া এলাকার স্থানীয় বাসিন্দা মৃত মোজাহের মিয়ার ছেলে নাছির উদ্দীনের সাথে গত ১১ মার্চ ২০২০ সালে একই ইউনিয়নের পূর্ব বোলাল খালী এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ কালুর মেয়ের ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধে আবন্ধ হন।

বিয়ের ৫ মাস ১৭ দিন পর জীবিকার তাগীদের জন্য নাছির সৌদি আরবে চলে যায় পরিবারের খরচ ও খোঁজ খবর ঠিক ভাবে রাখেন।

নাছির প্রবাসে ২১ মাস পর অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশে চলে আসেন।এর মাঝে স্ত্রী সৌদি প্রবাসী একটি ছেলের সাথে প্রায় সময় ফোনে প্রেমে আলাপে মগ্ন হয়ে কয়েকটি আপত্তিকর ভিডিও স্বামীর হাতে পৌছে।

এবিষয়ে স্বামী-স্ত্রী ঝগড়াঝাটি হলে গত ১৬ই ডিসেম্বর বিকাল ৪ টার দিকে স্বর্ণালংকারসহ ৫ লক্ষ টাকার অধিক মালামাল নিয়ে স্ত্রী বাবার বাড়ী চলে যায়।

নাছির সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ৭ দিন পর খবর পেয়ে শ্বশুর বাড়ী পৌঁছেন । তখন নাছির কে দেখতে পেয়ে শ্বশুর বাড়ীর লোকজন তাকে মারধরসহ লাঞ্চিত করেন।

বিষয়টি তদন্ত পূবক আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন নাছির উদ্দীন।