সোয়েব সাঈদ, রামু:
রামুতে প্রজন্ম’৯৫ এর রজতজয়ন্তী উৎসবকে ঘিরে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রঙবেরঙের পোস্টার। জনগুরুত্বপূর্ণ একাধিক স্থানে আকাশে উড়ছে উৎসবের লোগো সম্বলিত বেলুন। এসব প্রস্তুতি জানান দিচ্ছেন- বর্ণিল ও মুখরিত রজতজয়ন্তী উৎসব আয়োজনের। প্রজন্ম’৯৫ এর সদস্যবৃন্দ ছাড়াও রামুবাসীও যেন অপেক্ষার প্রহর গুনছে এ আনন্দ আয়োজনের।

জানা গেছে- ১৯৯৫ সনে রামু উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ সতীর্থদের সংগঠন প্রজন্ম’ ৯৫-এর পঁচিশ বছরের পথচলাকে উদযাপন করার লক্ষ্যে আগামী ৩০-৩১ ডিসেম্বর দুই দিনব্যাপী বর্ণিল রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানের থাকছে, ওপেন এয়ার কনসার্ট, আনন্দ র‌্যালী, স্মৃতিচারণ, বৃত্তি প্রদান, আলোচনা সভা, খেলাধুলা, ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, আতশবাজি সহ নানা আয়োজন।

আয়োজকরা জানান- ৩০ ডিসেম্বর, শুক্রবার, উৎসবের প্রথম দিন সকাল ১০ টায় রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে রজতজয়ন্তী উৎসব উদ্বোধন, আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও প্রজন্ম ’৯৫ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রজতজয়ন্তী স্মারকের মোড়ক উন্মোচন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি থাকবেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এবং প্রজন্ম’ ৯৫ রজতজয়ন্তী উদযাপন পরিষদের চেয়ারম্যান ড. বদিউল আলম পাভেল।

৩০ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় রামু খিজারী হাই স্কুলে স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টে গান পরিবেশন করবেন- দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক এর তারকা হাসান। আরো থাকবে ব্যান্ডদল স্টোন, ক্লোজআপ তারকা সালমা ও জনপ্রিয় শিল্পী ফারদিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আঁখি। কনসার্টের শুরুতে থাকবে আতশবাজি।

উৎসবের ২য় দিন ৩১ ডিসেম্বর, শনিবার কক্সবাজারস্থ হোটেল সীগালে শুধুমাত্র নিবন্ধিত প্রজন্ম’৯৫ সদস্য ও পরিবারবর্গের অংশগ্রহনে ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হবে। এতে থাকবে সন্ধ্যায় প্রজন্ম’৯৫ সদস্য ও পরিবারবর্গের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি শিল্পীদের পরিবেশনা, রাতে র‌্যালেফ ড্র ও নৈশভোজ।

প্রজন্ম’ ৯৫ রজতজয়ন্তী উদযাপন পরিষদের চেয়ারম্যান ড. বদিউল আলম পাভেল জানিয়েছেন- প্রতিবছর এ সংগঠনের উদ্যোগে পূর্ণমিলনী উৎসব পালন করা হয়। কিন্তু এবার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে। স্থানীয় এবং দূরদূরান্তের বন্ধুরা অনেকদিন পর এ উৎসবের আনন্দ আয়োজনে শামিল হবে। উন্মুক্ত ওপেন এয়ার কনসার্টে আনন্দ ভাগাভাগির সুযোগ পাবে পুরো রামুবাসী। আয়োজন নির্বিঘœ ও সফল করতে প্রজন্ম’৯৫ এর সদস্যরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দুদিন ব্যাপী রজতজয়ন্তী উৎসবে আমন্ত্রিত অতিথি, প্রজন্ম’৯৫ সদস্য ও পরিবারবর্গকে আমন্ত্রণ জানিয়েছেন।