নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র ৩ নম্বর ওয়ার্ডের আট মহল্লা সমাজ কমিটির দ্বি–বার্ষিক সাধারণ সভা ২৪ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে।

সমাজের সভাপতি সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দ্বি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমাজের সাধারণ সম্পাদক আলী হোসাইন বাবুল।

আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক আমিনুল ইসলাম।

সভায় প্রতিবেদন পাসের পর সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

উপস্থিত সধারণ সদস্যরা ৯ সদস্যের পরিবর্তে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠনের প্রস্তাব করেন। সবার মতামতে তা পাস হয়।

এতে দ্বিতীয় আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক ও গবেষক মুহম্মদ নূরুল ইসলাম।

এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ এ কে এম মাহফুজুল হক সহ-সভাপতি, আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক, মাহবুবুল আলম সহ-সাধারণ সম্পাদক, বদরুল ইসলাম খান অর্থ সম্পাদক, মোবারক হোসাইন অফিস ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হলেন, বিশিষ্ট ব্যবসায়ী নজিবুল হক বাচ্চু, আলী হোসাইন বাবুল, রতন দাশ, মমতাজ আহমদ ও মো. সরওয়ার রোমন।