নিজস্ব প্রতিবেদকঃ
নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর ঈদগাঁও সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে পৃথক সাক্ষাতকালে সমিতির পক্ষ থেকে তাদেরকে সম্মান ক্রেস্টও প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মোহাম্মদ তৈয়ব, উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ নুর ফরাজী, সহসভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ওমর ফারুক, এডভোকেট একরামুল হুদা, সাধারণ সম্পাদক নুরুল আজিম ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আজিম, পরিচালক হাজি মুহাম্মদ কালু, বশির আহমদ, ইমাম খাইর, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম।
সমিতির নেতৃবৃন্দকে স্বাগত জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।
এ সময় তারা মানব কল্যাণ ও সমাজ সেবামূলক কর্মকান্ডে সমিতির পাশে থাকবেন বলে জানান।
কক্সবাজারকে এগিয়ে নিতে যে কোনো ইতিবাচক কর্মসূচিতে জেলার শীর্ষস্থানীয় এই দুই প্রশাসকের পাশে থাকবেন সমিতির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কক্সবাজার শহরে বসবাসরত বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়ন (ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, ঈদগাঁও, জালালাবাদ ও চৌফলদন্ডি) এর বাসিন্দাদের নিয়ে ২০১৭ সালে বৃহত্তর ঈদগাঁও সমিতি গঠিত হয়েছে। পরের বছর ২০১৮ সালে সমাজসেবা অধিদপ্তরে থেকে সমিতি নিবন্ধন পায়। যার নিবন্ধন নং-৪৫৯/১৮।