অনলাইন ডেস্ক: রাজধানীর বাংলামোটর এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। পরে বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুন পার্শ্ববর্তী ভবনেও ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটরে মমতাজ ম্যানশনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেন্টমার্টিন পরিবহনের ঐ বাসটি বাংলামোটর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দুর্ঘটনার আশঙ্কায় বাসচালক দ্রুত যাত্রীদের নামিয়ে দেন। আগুন ধরার সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন মমতাজ ম্যানশনের সামনের অংশে ছড়িয়ে পড়ার পর আরও চারটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কী কারণে আগুন লেগেছে এবং হতাহতের খবর পাওয়া যায়নি।

-ইত্তেফাক