আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ও ১৪ বোতল বিয়ার ক্যানসহ নুর আলম (৩৮) নামে
এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল রবিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া সাকিনস্থ টেকনাফ মেরীন ড্রাইভ সড়ক থেকে কক্সবাজারগামী পাঁকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও প্লাস্টিকের বস্তা তল্লাশী করে তার কাছ থেকে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা এবং ১৪ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার পরিচয় জানায়, উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩, ব্লক- ডি/৪৭, ব্লকের বাসিন্ধা আব্দুল করিমের ছেলে নুর আলম (৩৮)(এফডিএমএন) এবং টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়া ইব্রাহীমের ছেলে
আব্দুল আমিন (৩৪) পালিয়ে যায় মর্মে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ও পলাতক আসামীর উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও বিয়ারসহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ ভাবে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উপরোল্লিখিত ইয়াবা ও বিদেশী বিয়ারসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।