আবুল কাশেম,রামু:
রামু’র রাজারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে বিজয়ী মো. শহীদ উল্লাহ শপথ গ্রহণ করেছেন । গতকাল ১২ডিসেম্বর সোমবার সকাল ১০টায় রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা নির্বাচিত ইউপি সদস্য শহীদ উল্লাহকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফছানা জেসমিন পপি, রামু উপজেলা এলজিইডি কর্মকর্তা মঞ্জুরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আজ বুধবার, রাজারকুল হালদারকুল ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

এরমধ্যে নির্বাচনে বিজয়ী মো. শহীদ উল্লাহ (বৈদ্যুতিক পাখা) নিয়ে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আলী আকবর (টিউবওয়েল) প্রতীকে পান ২৪১ ভোট।

এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২০৭ জন। এরমধ্যে ৯৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। অনুপস্থিত ভোটার সংখ্যা ২৭৩ জন।

উল্লেখ্য ইতিপূর্বে নির্বাচিত ইউপি সদস্য মো. জুবাইর সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ফলে এ ওয়ার্ডের সদস্য পদটি শূণ্য হয়ে পড়ে।