মাহমুদুল করিম মাহমুদঃ

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঢালার দোয়ারস্থ করাচি পাহাড়ে এক ধর্মীয় মাহফিলে বসানো নাগরদোলায় চড়তে গিয়ে নাগরদোলার সাথে চুল পেঁচিয়ে সম্পূর্ণ চামড়াসহ চুল বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

১১ ডিসেম্বর রবিবার মাগরিবের আজানের পর মাহফিল স্থলের অদূরে বসানো নাগরদোলায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ইসলামাবাদ ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কালাপুতুর ৮ বছর বয়সী কন্যাসন্তান মামণী (ডাকনাম) মাগরিবের আজানের পর মাহফিলে বসানো নাগরদোলায় চড়তে গিয়ে দোলনার সাথে চুল পেঁচিয়ে মাথার চামড়া চুল সহ ওঠে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। পরে, স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহত মামণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন৷

স্থানীয় ইউপি সদস্য শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, কন্যাশিশুটির অবস্থা আশংকাজনক হওয়াতে এখন ঢাকার পথে৷ আহত শিশুর পিতা অসহায় গরীব দিনমজুর।

এসময় তিনি পরিবারটির পাশে থাকতে সমাজের বিত্তশালীদের প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে বক্তব্য নিতে মাহফিল কমিটি একাধিক সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে, ধর্মীয় মাহফিলে নাগরদোলা বসানোর ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।