মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান (১৫৯৭৮) রোববার ১১ ডিসেম্বর কক্সবাজারে যোগদান করবেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ থেকে দায়িত্ব নেবেন।

কক্সবাজার জেলা প্রশাসনের দায়িত্বশীল সুত্র এ তথ্য জানিয়েছে।

সুত্র মতে, নতুন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান শনিবার ১০ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে বিমান যোগে কক্সবাজার পৌঁছালে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনারবৃন্দ, অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ তাঁকে স্বাগত জানান। এরপর হিলটপ সার্কিট হাউসে তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার ১১ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পূর্ব নির্ধারিত কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার পর জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

কক্সবাজারের নতুন ডিসি মুহাম্মদ শাহীন ইমরান এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৫ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৫ তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। মুহাম্মদ শাহীন ইমরান হবেন কক্সবাজারের ২৪ তম জেলা প্রশাসক।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ সহ ১৬৫ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ (১৫০৫৩) কে গত ২৩ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মো: মামনুর রশীদ ২১ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মেধাবী ও নিষ্ঠাবান একজন কর্মকর্তা হিসাবে সুপরিচিত। তিনি ২৩ তম জেলা প্রশাসক হিসাবে ২০২১ সালের ৬ জানুয়ারী কক্সবাজারে যোগদান করেন। এর আগে তিনি বাগেরহাটের জেলা প্রশাসক ছিলেন। তিনি দায়িত্ব হস্তান্তরের পর রোববার বিকেল ৪ টার দিকে বিমানযোগে কক্সবাজার ত্যাগ বলে জানা গেছে।